রাসুলুল্লাহ (সা:) এর চরিত্র সম্পর্কে তার স্ত্রী আয়শা (রা:) এর বক্তব্য

‘সা’দ ইবনে হিশাম ইবনে আমের বলেন, ‘আমি আয়েশা (রা:) এর কাছে এসে বললাম, আমাকে রাসুলুল্লাহ (সা:) এর চরিত্র সম্পর্কে বলুন। তিনি বললেন, তার চরিত্র তো হুবহু কুরআন। তুমি কি আল্লাহর এই বাণী পড়নি? ‘আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত” (সূরা ক্বলাম, ৬৮:৪)।’(মুসনাদে আহমাদ ২৪৬০১, ২৫৩০২, ২৫৮১৩)

মূলত: একজন মানুষের সঠিক চরিত্র সম্পর্কে তার স্ত্রী-ই ভালো জানেন। নিজের মূল চরিত্র অন্যদের কাছে গোপন রাখা সম্ভব হলেও স্ত্রীর কাছে গোপন থাকে না। সে কারণেই হয়তো ঐ ব্যক্তি আয়েশা (রা:) কে প্রশ্ন করলেন। উত্তরে আয়েশা (রা:) বিষয়টি এমনভাবে উপস্থাপন করলেন যার দৃষ্টান্ত সত্যিই বিরল।

Posted on জানুয়ারি 1, 2016, in উন্মুক্ত তরবারি, প্রথম অধ্যায় and tagged , . Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

কমেন্ট করুন