রাসুল (সা.) এর চরিত্র সম্পর্কে কুরআনের বক্তব্য

দুনিয়ার নিয়ম হলো কাউকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আগে তার চারিত্রিক সনদ তলব করা হয়। এজন্য এলাকার কমিশনার অথবা ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যানগণ সার্টিফিকেট প্রদান করেন। যাতে লেখা থাকে, ‘আমার জানা মতে লোকটি সৎ চরিত্রের অধিকারী’, যদিও অধিকাংশের ক্ষেত্রে তাদের নিজের চরিত্রেরই কোনো খবর থাকে না। অথচ রাসুলুল্লাহ (সা.) এর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ (সুব.)। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছেঃ  “নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত।” (৬৮:৪)

Posted on জানুয়ারি 1, 2016, in উন্মুক্ত তরবারি, প্রথম অধ্যায় and tagged , . Bookmark the permalink. এখানে আপনার মন্তব্য রেখে যান.

কমেন্ট করুন